ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ, নতুন গাড়ি পড়ল নদীতে! স্বামী-স্ত্রীকে বাঁচাল জেলেরা

বিহারের রাজধানী পাটনার দীঘা থানা এলাকায় শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক দম্পতি। জানা যাচ্ছে, মিনার ঘাটের কাছে গঙ্গা পথে একটি নতুন হোন্ডা সিটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গঙ্গা নদীতে পড়ে যায়। গাড়ির চালক ব্রেকের বদলে ভুল করে অ্যাক্সিলারেটর চেপে দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার একটি চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
পাটলিপুত্রের বাসিন্দা আদিত্য প্রকাশ তার স্ত্রীকে নিয়ে নতুন গাড়ি করে গঙ্গা পথ দিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি ঘাট থেকে প্রায় ২০-৩০ মিটার দূরে গভীর জলতে চলে গিয়েছিল, যেখানে গঙ্গার স্রোত ছিল তীব্র এবং গভীরতা ছিল ৪০-৫০ ফুট। সৌভাগ্যবশত, গাড়ির কাঁচ বন্ধ থাকায় সেটি কিছুক্ষণের জন্য জলর উপরে ভাসছিল এবং ঠিক সেই মুহূর্তে কাছাকাছি থাকা জেলেরা ৪৫ মিনিটের চেষ্টায় দম্পতিকে উদ্ধার করে তাদের জীবন বাঁচান।