বিশ্বের প্রথম বোলার হিসেবে রেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ, গর্বিত গোটা ভারতবাসী

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজ তাঁর বিধ্বংসী বোলিংয়ে সকলকে মুগ্ধ করেছেন। প্রথম ইনিংসে ৭০ রান দিয়ে ৬ উইকেট নিয়ে তিনি এক অনন্য রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে তিনি প্রথম বলেই আউট করে সাজঘরে ফিরিয়ে দেন, যা স্টোকসের টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবার ঘটল। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সিরাজ টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনে ছয় বা তার বেশি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
সিরাজের এই কীর্তি তাঁকে জসপ্রীত বুমরাহর পাশে স্থান দিয়েছে। বুমরাহর পর তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন। শুভমান গিলের ২৬৯ রানের অনবদ্য ইনিংসের পাশাপাশি সিরাজের এই বোলিং পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট দলকে এক মজবুত অবস্থানে এনে দিয়েছে।