ধারের টাকা চাইতে গিয়ে মর্মান্তিক পরিণতি
July 5, 20256:07 pm

মুর্শিদাবাদের ফরাক্কার আছুয়া গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিজের বন্ধুকে কিস্তিতে মোবাইল কিনে দেওয়ার পর সেই কিস্তির টাকা চাইতে যাওয়ায়, বন্ধুর বাবা ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন, যা ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম আসগর শেখ (৫২)। অভিযোগ, আসগর শেখের ছেলে আনার শেখ তার বন্ধু জনি শেখকে কিস্তিতে একটি মোবাইল কিনে দিয়েছিল। জনি একবার কিস্তির টাকা দেওয়ার পর আর দেয়নি। বারবার টাকা চেয়ে না পেয়ে আনার শেখ জনির বাবাকে বিষয়টি বলতে গেলে কথা কাটাকাটি হয়। এরপর জনি ও তার বাবা লাঠিসোটা ও রড নিয়ে আনার শেখের বাড়িতে চড়াও হয়ে মারধর শুরু করে, যার ফলস্বরূপ এই দুঃখজনক ঘটনা ঘটে।