প্রলয়ঙ্করী বৃষ্টিতে ভেসে গেল ভিলেওড়া, বাঁধ ভেঙে ঘর-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি!

প্রলয়ঙ্করী বৃষ্টিতে ভেসে গেল ভিলেওড়া, বাঁধ ভেঙে ঘর-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি!

রাজস্থানের ভিলওয়াড়া জেলায় প্রবল বৃষ্টিতে লোডকিয়া খেদা গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। ভোলি পঞ্চায়েতের ১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রায় ২৫ বছরের পুরোনো একটি বাঁধ প্রবল বর্ষণে উপচে পড়ে এবং গত সন্ধ্যায় সেটি ভেঙে যায়। এর ফলে গ্রামের ফসলি জমি এবং বহু বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁদের খাদ্যশস্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে এবং সারারাত ধরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘকাল ধরে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের কাছে সাহায্য চেয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। একাধিকবার অভিযোগ দায়ের করা হলেও কোনো সুরাহা হয়নি। লোডকিয়া খেদা গ্রাম পঞ্চায়েত সদর দফতর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও এই এলাকাটি বরাবরই অবহেলিত থেকেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক টানাপোড়েনের কারণেই এই ওয়ার্ডের উন্নয়ন থমকে আছে এবং গ্রামবাসীরা মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *