১৪ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভবের, ক্রিকেট দুনিয়ায় হইচই!
July 5, 20256:58 pm

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী এক অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা যুব একদিনের ক্রিকেটে দ্রুততম শতকের একটি রেকর্ড। শেষ পর্যন্ত ১৪৩ রান করে আউট হন, যেখানে ছিল ১৩টি চার ও ১০টি বিশাল ছক্কা। তার এই বিধ্বংসী ইনিংস ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে।
বৈভব কেবল দ্রুততম শতকই করেননি, তিনি যুব একদিনের ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও হয়েছেন। ১৪ বছর ১০০ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি ক্রিকেটের পাতায় নিজের নাম খোদাই করে নিলেন। তার এই জোড়া রেকর্ড ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের জন্য এক উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এই তরুণ প্রতিভা ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন।