মনোজিৎকাণ্ডের নতুন মোড়, অন্য কলেজের ছাত্রীরাও লালসার শিকার

মনোজিৎকাণ্ডের নতুন মোড়, অন্য কলেজের ছাত্রীরাও লালসার শিকার

কলকাতা: কসবা গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের অপকর্ম কেবল সাউথ ক্যালকাটা ল’ কলেজেই সীমাবদ্ধ ছিল না। পুলিশি জেরায় প্রমিত ও জায়িব চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে, মনোজিৎ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দক্ষিণ কলকাতার আরও দুটি নামজাদা কলেজের ছাত্রীদেরও তার লালসার শিকার বানিয়েছিল। ইউনিয়নের বৈঠকের নামে ছাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলে সুযোগ বুঝে তাদের নিজেদের কলেজে ডেকে আনা হতো, যেখানে পার্টি চলত এবং পরে ঘনিষ্ঠ হতে বাধ্য করা হতো। বাধা দিলে চলত অকথ্য অত্যাচার।

জেরায় আরও জানা গেছে, মনোজিৎ অন্য কলেজের ছাত্রীদের কুকীর্তির ভিডিও ধারণ করে রাখত ব্ল্যাকমেলের উদ্দেশ্যে, ঠিক যেমনটা সে নিজের কলেজের তরুণীদের সঙ্গে করত। ২৫শে জুন গণধর্ষণের পর নির্যাতিতাকে ডাকা মাত্রই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এবং মনোজিৎ ছাড়াও জায়িব ও প্রমিতের সঙ্গেও ঘনিষ্ঠ হতে বাধ্য করা হয়েছিল। নির্দেশ না মানলে ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হতো। মনোজিৎ এমন অনেক ছাত্রকেও নির্যাতন করত যারা তার কুকীর্তির প্রতিবাদ করত। পুলিশ জানিয়েছে, ঘটনার আগের দিন মনোজিৎ টিএমসিপি-র এক ছাত্রকে পিটিয়েছিল এবং তাকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *