দেশজুড়ে মেডিক্যাল কলেজের অনুমোদন দুর্নীতি ফাঁস, জালে ৩৬ রাঘববোয়াল

দেশজুড়ে মেডিক্যাল কলেজের অনুমোদন দুর্নীতি ফাঁস, জালে ৩৬ রাঘববোয়াল

কলকাতা: দেশজুড়ে মেডিক্যাল কলেজগুলোতে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) অনুমোদন নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে সিবিআই। প্রয়োজনীয় পরিকাঠামো বা শিক্ষক না থাকা সত্ত্বেও কীভাবে বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজ বেআইনিভাবে অনুমোদন পাচ্ছিল, সেই রহস্যের জট খুলেছে। এই ঘটনায় প্রাক্তন ইউজিসি চেয়ারম্যান, এক স্বঘোষিত ধর্মগুরু, স্বাস্থ্যমন্ত্রকের আটজন অফিসার, এনএমসি-র ছয় কর্তা এবং একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজের শীর্ষ কর্মকর্তাসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সিবিআইয়ের অভিযোগ, স্বাস্থ্যমন্ত্রকের একটি চক্র সরকারি কম্পিউটার থেকে গোপন ফাইল চুরি করে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকে পরিদর্শনের তারিখ ও পরিদর্শকদের নাম জানিয়ে দিত। এর বিনিময়ে তারা হাওলার মাধ্যমে লাখ লাখ টাকা ঘুষ নিত। ফলে পরিদর্শনের আগেই ভুয়ো শিক্ষক ও নকল রোগী সাজানো হতো এবং বায়োমেট্রিক হাজিরায় নয়ছয় করা হতো। ঘুষের বিনিময়ে ইতিবাচক পরিদর্শন রিপোর্ট দিয়ে এমবিবিএস পঠনপাঠন বা আসন বৃদ্ধির অনুমোদন সহজেই মিলে যেত। এই কেলেঙ্কারির তদন্তে ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ ও দিল্লির ৪০টি জায়গায় সিবিআই হানা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *