কুমিরের কান্না পাক প্রধানমন্ত্রীর, বললেন আঞ্চলিক শান্তি বিঘ্নিত

বাকু (আজারবাইজান): পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেও এর জন্য ভারতকে দুষলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার আজারবাইজানের বাকু থেকে তিনি অভিযোগ করেন, ভারত এই ঘটনাকে ইস্যু করে আঞ্চলিক স্থিতাবস্থা ও শান্তি নষ্ট করেছে। পহেলগাঁও হামলার দু’সপ্তাহ পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে অভিযান চালিয়েছিল, যার পর থেকেই ইসলামাবাদ আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা।
ইকনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বক্তব্য রাখতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, “পহেলগাঁওয়ের ঘটনা দুর্ভাগ্যজনক। তবে এই ঘটনাকে হাতিয়ার করে ভারত বিনা প্ররোচনায় বেপরোয়াভাবে হামলা করেছে, যা পাকিস্তানের সাধারণ মানুষকেও রেহাই দেয়নি এবং আঞ্চলিক শান্তি বিঘ্নিত করেছে।” তিনি গাজা, ইরান এবং কাশ্মীরের প্রসঙ্গ টেনে বিশ্বের যেকোনো প্রান্তে নিরীহ মানুষদের উপর হামলা ও অত্যাচারের নিন্দা জানান।