কসবা গণধর্ষণকাণ্ডে নতুন মোড়, আরেক নিরাপত্তারক্ষী লালবাজারের স্ক্যানারে

কলকাতা: কসবা গণধর্ষণ মামলায় এবার সাউথ ক্যালকাটা ল’ কলেজের আরেক নিরাপত্তারক্ষী বরুণ মাহালিকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা বিভাগ। সকালের শিফটে কর্মরত বরুণকে শনিবার লালবাজারে ডেকে ঘটনার দিনের বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়। মনোজিতের গতিবিধি, সে কখন কলেজে ঢুকেছিল এবং প্রমিত ও জাইবের সঙ্গে তার কথোপকথনের বিষয়গুলি তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
লালবাজার সূত্র অনুযায়ী, সকালের শিফটের এই নিরাপত্তারক্ষীর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে, যা নিয়ে রহস্য দানা বাঁধছে। তদন্তকারীরা বরুণের বয়ান ও সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখছেন। এদিকে, ধৃত নিরাপত্তারক্ষী পিনাকী পুলিশকে জানিয়েছে যে, তরুণীর চিৎকার শুনে সে গার্ড রুমে ঢুকতে গেলে প্রমিত ও জাইবের বাধায় পিছিয়ে আসে এবং তাকে মোবাইল কেড়ে নিয়ে হুমকি দেওয়া হয়। পিনাকী আরও দাবি করেছে যে, ঘটনার রাতেই সে নিরাপত্তা এজেন্সিকে সব জানায়, কিন্তু তারা কেন থানায় যোগাযোগ করেনি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।