পাকিস্তানের নরম সুর, হাফিজ-মাসুদকে প্রত্যর্পণে রাজি ইসলামাবাদ
July 6, 20257:18 am

জলসংকটে বিপর্যস্ত পাকিস্তান অবশেষে সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদ এবং জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে তাঁর দেশ প্রস্তুত, তবে এ ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রয়োজন।
বিলাওয়াল ভুট্টো জারদারি আরও বলেন, যদি ভারত সন্ত্রাসবাদের অভিযোগ প্রমাণে সহযোগিতা করে এবং পাকিস্তানের আদালতে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করে, তবে এই অপরাধীদের প্রত্যর্পণে কোনো বাধা থাকবে না। সন্ত্রাসবাদ যে ভারত বা পাকিস্তান কারও পক্ষেই ভালো নয়, সে বিষয়েও তিনি জোর দেন। ওয়াকিবহাল মহল মনে করছে, সিন্ধু নদীর জল আটকানোর ফ পরেই সুর নরম করেছে ইসলামাবাদ।