সাড়ে সাত মাসেই চার সন্তানের জন্ম, বিরল ঘটনা হাওড়ায়

হাওড়ার বাগনানে এক বিরল ঘটনা ঘটেছে, যেখানে এক মহিলা মাত্র সাড়ে সাত মাসের গর্ভধারণেই একসঙ্গে চারটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার প্রসব বেদনা শুরু হলে সঙ্গীতা অধিকারী নামের ওই প্রসূতিকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অনুমান করেছিলেন তাঁর গর্ভে তিনটি সন্তান রয়েছে, তবে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি তিন শিশুকন্যা ও একটি পুত্রসন্তানের জন্ম দেন, যা চিকিৎসকদেরও অবাক করেছে।
এই বিরল ঘটনার পর মা সঙ্গীতা অধিকারী সুস্থ আছেন। তবে অপরিণত বয়সে জন্ম হওয়ায় চার নবজাতককেই চিকিৎসার জন্য কলকাতার একটি শিশু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দীর্ঘ ছয় বছর পর অধিকারী দম্পতির ঘরে চার নতুন অতিথির আগমনে পরিবারে আনন্দের বন্যা বইছে। এই অসাধ্য সাধনে স্ত্রীরোগ বিশেষজ্ঞ অভিজিৎ মজুমদার এবং দুই ওটি অ্যাসিস্ট্যান্ট সুব্রত ভৌমিক ও সনিয়া দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।