ময়না গ্রামের ‘ম্যাজিক গাছ’ ৬৫ রোগ সারাবে? ভাইরাল দাবিতে গ্রামে মানুষের ভীড়

ময়না গ্রামের ‘ম্যাজিক গাছ’ ৬৫ রোগ সারাবে? ভাইরাল দাবিতে গ্রামে মানুষের ভীড়

উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ময়না গ্রামে এক ‘ম্যাজিক গাছ’ ঘিরে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত দাবি অনুযায়ী, এই গাছ নাকি ৬৫টি দুরারোগ্য রোগের অব্যর্থ প্রতিকার। এই গুজবে কান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন ময়না গ্রামে, যার ফলে স্থানীয় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ছে। কথিত আছে, গ্রামের এক যুবক স্বপ্নে এই গাছের সন্ধান পান এবং তারপর থেকেই মানুষের মধ্যে এই অলৌকিক নিরাময়ের বিশ্বাস ছড়িয়ে পড়ে।

তবে এই ঘটনাকে সম্পূর্ণ বুজরুকি আখ্যা দিয়েছে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ। তাদের স্পষ্ট বক্তব্য, এটি মানুষের অন্ধ বিশ্বাসকে কাজে লাগিয়ে এক ধরনের প্রতারণা। বনগাঁ সায়েন্স ক্লাবও এই কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা প্রচারে নেমেছে এবং স্থানীয় প্রশাসনকেও মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। এমন বিজ্ঞান-বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *