ম্যাসেজ করিয়ে টাকা দিতে অস্বীকার যুবকে মারধর, বাবা হাজির হয়ে পুলিশের দ্বারস্থ
July 6, 20259:34 am

জলপথের সেক্টর ১৩-১৭-এর একটি স্পা সেন্টারে শনিবার দুপুরে তুমুল উত্তেজনা ছড়ায়। এক যুবক সেখানে প্রায় দেড় ঘণ্টা ধরে মাসাজ নেওয়ার পর টাকা দিতে অস্বীকার করলে সমস্যার সূত্রপাত হয়। এরপর স্পা সেন্টারের কর্মীরা ওই যুবককে ধাক্কা দেয় এবং তাঁর কলার ধরে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে যুবক তাঁর বাবাকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন।
যুবকের বাবা স্পা সেন্টারে এসে ব্যাপক গোলমাল শুরু করেন। তিনি পুলিশের কাছে কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসাজের টাকা না দেওয়াকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।