কপিল শর্মার নতুন রেস্তোরাঁ কানাডায়, মেনু দেখে হতবাক সকলে

কপিল শর্মার নতুন রেস্তোরাঁ কানাডায়, মেনু দেখে হতবাক সকলে

জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিনি চতরথ কানাডার সারে, ব্রিটিশ কলম্বিয়ায় তাঁদের নতুন রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’ খুলেছেন। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সিজন ৩ নিয়ে দারুণভাবে ফিরে আসার পর আবারও তিনি খবরের শিরোনামে। তাঁদের এই নতুন উদ্যোগের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। রেস্তোরাঁর গোলাপি থিমের সজ্জা নজর কেড়েছে সকলের।

View this post on Instagram

A post shared by Rahul Punj (@punjrahul)

ক্যাপস ক্যাফের অন্দরমহল এবং মেনু দেখে অনেকেই অবাক হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর ভেতরের সাজসজ্জা গোলাপী এবং সাদা রঙের মিশেলে তৈরি, যা এক ভিন্ন মাত্রা যোগ করেছে। তবে, মেনুর দাম কিছুটা বেশি বলে মনে করছেন অনেকে, যেখানে ৫০০ টাকার নিচে কোনো পদ নেই। কপিলের এই নতুন ব্যবসায়িক উদ্যোগের জন্য তাঁর সতীর্থরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *