বিয়ের পর দেবর-ভাবির বিবাহ বহির্ভূত সম্পর্ক, হাতরসে একসঙ্গে দুই প্রাণহানি

উত্তরপ্রদেশের হাতরসে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্ত্রী এবং তার প্রেমিকের মেলামেশা দেখে ফেলায় স্বামী আক্রমণ করে বসলে দুইজনের মৃত্যু হয়। জানা গিয়েছে, আলিগড়ের গৌরী কাসগঞ্জের আদিত্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের কিছু মাস পর থেকেই তাদের সম্পর্কে অবনতি হয় এবং গৌরী তার স্বামীর পিসতুতো ভাই করণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
৩ জুলাই দুপুরে আদিত্য তার দুই বন্ধুকে নিয়ে নাগলা কলিতে আসেন। সেখানে গৌরী এবং করণকে একসঙ্গে দেখে আদিত্য প্রথমে ঝগড়া করেন এবং তারপর ছুরি দিয়ে গৌরীর ওপর হামলা চালান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গৌরীকে বাঁচাতে আসা করণকে আদিত্য ইট দিয়ে আঘাত করে আহত করেন। এই সময় করণের ছোঁড়া একটি ইট আদিত্যের বন্ধু আমানের মাথায় লাগে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর আদিত্য এবং তার আরেক বন্ধু পালিয়ে যায়, পুলিশ তদন্ত শুরু করেছে।