রাজ্যের প্যারাটিচারদের বেতন ও পদোন্নতি নিয়ে নবান্নের বড় পদক্ষেপ

পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অচলাবস্থার মধ্যেই রাজ্য সরকার কয়েক হাজার প্যারাটিচারের বেতন বৃদ্ধি এবং পদোন্নতির এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগের পর এই পদক্ষেপ তাদের জন্য সুখবর নিয়ে আসছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই প্যারাটিচার পদটির নাম পরিবর্তন করে ‘অতিরিক্ত সহকারী শিক্ষক’ করা হতে পারে। একই সাথে প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন ৩৫ হাজার টাকা এবং আপার প্রাইমারি প্যারাটিচারদের বেতন ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে, যা সহকারী শিক্ষকদের প্রাথমিক বেতনের কাছাকাছি।
এই সিদ্ধান্তের ফলে সহকারী শিক্ষক ও প্যারাটিচারদের মধ্যে বেতনের পার্থক্য অনেকটাই কমবে। এছাড়া, মহিলা প্যারাটিচারদের জন্য ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা এবং প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারাটিচারকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় প্যারাটিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকার এখনও কোনো চূড়ান্ত ঘোষণা করেনি, তবে মনে করা হচ্ছে ২৬ হাজার শিক্ষকের মামলার রায়ের ওপরই প্যারাটিচারদের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে।