অলৌকিক প্রসব! স্টেশনে যন্ত্রণায় কাতরাচ্ছেন মা, দেবদূতের মতো হাজির ডাক্তার! অন্তঃপর …

অলৌকিক প্রসব! স্টেশনে যন্ত্রণায় কাতরাচ্ছেন মা, দেবদূতের মতো হাজির ডাক্তার! অন্তঃপর …

স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে ছিলেন এক ব্যক্তি, হঠাৎ দেখলেন সামনে হুড়োহুড়ি লেগেছে। উঠে গিয়ে দেখতে গিয়ে তিনি দেখেন, ট্রেন থেকে নামানো হচ্ছে এক গর্ভবতী মহিলাকে, যিনি প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে তাঁকে, কিন্তু হাতে সেই সময়টুকুও নেই। এরপর যা যা ঘটল, তাতে স্টেশনে থাকা যাত্রী থেকে আরপিএফ – সকলেই স্তম্ভিত হয়ে গেলেন। একটি পকেট ছুরি, চুলের ক্লিপ এবং একটি ধুতি, এই মাত্র তিনটি জিনিস দিয়েই স্টেশনের মধ্যেই এক মহিলার সন্তান প্রসব করানো হলো। আর এই সবটাই সম্ভব হলো ওই মুহূর্তে স্টেশনে উপস্থিত সেনাবাহিনীর এক চিকিৎসকের উপস্থিত বুদ্ধি ও দক্ষতায়।

ঘটনাটি ঘটেছিল শনিবার দুপুরে, বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশনে। ওই মহিলা তার স্বামী ও সন্তানকে নিয়ে পানভেল থেকে বারাবানকি যাচ্ছিলেন, ট্রেনের মধ্যেই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। স্বামী সঙ্গে সঙ্গে রেল মদত অ্যাপের মাধ্যমে সাহায্যের আবেদন জানান। ঝাঁসি স্টেশনে তাদের নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু প্রসব যন্ত্রণায় তিনি আর পারছিলেন না। ঠিক সেই সময়ই স্টেশনে উপস্থিত ছিলেন ঝাঁসি মিলিটারি হাসপাতালের চিকিৎসক, মেজর রোহিত বাচওয়ালা। তিনি ছুটি নিয়ে নিজের বাড়ি হায়দ্রাবাদে যাচ্ছিলেন। ট্রেনের অপেক্ষায় বসে থাকতে থাকতেই তিনি হঠাৎ ওই মহিলার চিৎকার শোনেন এবং সঙ্গে সঙ্গে ছুটে যান।

অলৌকিক প্রসব এবং প্রশংসায় ভাসলেন ‘দেবদূত’ ডাক্তার
মেজর রোহিত দেখেন যে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সময় নেই। দ্রুত তিনি মহিলা রেলকর্মীদের চারিদিকে পর্দা দিতে বলেন এবং গ্লাভস জোগাড় করে আনা হয়। সঙ্গে সঙ্গে তিনি পকেট ছুরি ও হেয়ার ক্লিপ ব্যবহার করে ওই মহিলার প্রসব করান। প্রসবের পর মা ও কন্যা সন্তান দুজনেই স্থিতিশীল ছিলেন। এরপর রেল কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুলেন্স করে ওই মহিলা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টেশনের সবাই ওই চিকিৎসককে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *