বিজেপিকে রাজ-উদ্ধবের হুঁশিয়ারি, উঠে এল পশ্চিমবঙ্গের প্রসঙ্গ

দীর্ঘ ২০ বছর পর পুনর্মিলনের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মহারাষ্ট্রের দুই ভাই রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে। হিন্দি আগ্রাসন রুখতে তাঁরা আবারও এক হয়েছেন। এই সমাবেশ থেকেই জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী স্কুলে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করার চেষ্টার বিরুদ্ধে সরব হন তাঁরা। প্রবল বিরোধিতার মুখে মহারাষ্ট্রের বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত) জোট সরকার এই নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হয়।
সেই ‘বিজয়’ উপলক্ষ্যে আয়োজিত ‘আওয়াজ মরাঠিচা’ (মরাঠি কণ্ঠস্বর) সমাবেশ থেকে উদ্ধব ঠাকরে বলেন, “দেবন্দ্র ফডণবীস, আপনি বলেছেন ভাষা আগ্রাসন বরদাস্ত করবেন না। বাংলা, তামিলনাড়ুতেও হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করুন দেখি।” প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, “আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই, কিন্তু বলপ্রয়োগ করলে আমরাও শক্তি প্রদর্শনে বাধ্য হব।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অতীতে এই বিষয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন।