কন্যা সন্তান জন্মালেই পাবেন ২৭ লক্ষ টাকা, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা জানুন বিস্তারিত

নয়া দিল্লি: কন্যা সন্তানকে আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ভারত সরকার নিয়ে এসেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে স্বল্প বিনিয়োগে কন্যাসন্তানের ভবিষ্যতের জন্য বড় অঙ্কের তহবিল গড়া সম্ভব। বর্তমানে এই প্রকল্পে ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে, যা অন্যান্য অনেক সেভিংস স্কিমের চেয়ে বেশি। এই যোজনায় বিনিয়োগ করা অর্থে কোনও করও দিতে হয় না।
মাত্র ২৫০ টাকা দিয়ে পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাঙ্কে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যায়। এক পরিবারে সর্বোচ্চ দুটি কন্যার জন্য এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই প্রকল্পে ১৫ বছর ধরে বিনিয়োগ করতে হয় এবং কন্যা সন্তানের বয়স ২১ বছর হলে সম্পূর্ণ অর্থ তোলা যায়। উদাহরণস্বরূপ, যদি প্রতি মাসে ৫ হাজার টাকা করে ১৫ বছর ধরে বিনিয়োগ করা হয়, তবে মেয়াদ শেষে সুদ সহ মোট প্রায় ২৭ লক্ষ ৭৩ হাজার টাকা পাওয়া সম্ভব। কন্যার বয়স ১৮ বছর হলে উচ্চশিক্ষা বা বিয়ের জন্য মোট জমার ৫০ শতাংশ পর্যন্ত তোলা যেতে পারে।