শ্যামাপ্রসাদের জন্মদিনে শমীক দিলেন ঐক্যের বার্তা, ‘দল-মত ভুলে আগে রাজ্যটাকে বাঁচাতে হবে’

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে রেড রোডের অনুষ্ঠানে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সেখান থেকে রাজ্যবাসীকে একত্রিত হওয়ার ডাক দিয়ে বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে এক হতে হবে। তিনি আরও বলেন, রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে, যা বন্ধ হওয়া দরকার। বাংলাকে বাঁচাতে সবাইকে একজোট হতে হবে, অন্যথায় এই বাংলা আর থাকবে না।
শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে বলেন, ১৯৪৭ সালের ২০ জুন শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গ সৃষ্টি না করলে বাঙালি-হিন্দুরা তাঁদের মাতৃভূমি পেত না। তিনি যে আদর্শ নিয়ে চলেছেন, তা এখন পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। ২০২৬ সালে বাংলার মানুষকে সেই কাজ করে দেখাতে হবে, তাহলেই রাজ্যের উন্নতি হবে এবং দুর্নীতি ও অত্যাচার থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে।