কসবা কলেজে খুলছে পঠনপাঠন, বাড়তি নিরাপত্তায় ‘প্লেস অফ অকারেন্স’

কসবা কলেজে খুলছে পঠনপাঠন, বাড়তি নিরাপত্তায় ‘প্লেস অফ অকারেন্স’

কলকাতা: কসবা ল’ কলেজ খুললেও কড়া নিরাপত্তা ও অতিরিক্ত সতর্কতা জারি থাকছে। যে স্থানগুলিতে অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ, সেই ‘প্লেস অফ অকারেন্স’ এখনও সিল করা আছে এবং তা খোলা হচ্ছে না। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তদন্তে যাতে কোনো তথ্যপ্রমাণ নষ্ট না হয়, তার জন্য প্রথম থেকেই ওই স্থানগুলি সিল করে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, তদন্ত চলাকালীন ঘটনাস্থলের নিরাপত্তায় বিশেষ নজর রাখা হবে। কলকাতা পুলিশের একজন ইন্সপেক্টরের নেতৃত্বে একটি বিশেষ দল সিল করা এলাকাগুলির নজরদারি করবে। কলেজের ইউনিয়ন রুম এবং গার্ড রুম সিল করা হয়েছে, যেখান থেকে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করেছেন। এই স্থানগুলির 3D ম্যাপিংও করা হয়েছে, যাতে প্রয়োজনে ত্রিমাত্রিক চিত্র ব্যবহার করা যায়। কলেজ খুললেও নিরাপত্তার এই কড়াকড়ি বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *