ঝাঁসি স্টেশনে প্রসব যন্ত্রণায় কাতর মহিলা, দেবদূতের মতো হাজির সেনার চিকিৎসক

ঝাঁসি স্টেশনে প্রসব যন্ত্রণায় কাতর মহিলা, দেবদূতের মতো হাজির সেনার চিকিৎসক

ট্রেনে প্রসব যন্ত্রণায় কাতর এক মহিলাকে বাঁচাতে দেবদূতের মতো হাজির হলেন এক সেনা চিকিৎসক। ঘটনাটি ঘটেছে ঝাঁসি রেলওয়ে স্টেশনে। পানভেল থেকে বারাবানকিগামী ট্রেনে প্রসব বেদনা শুরু হওয়ায় রেল মদত অ্যাপের মাধ্যমে সাহায্য চেয়েছিলেন ওই মহিলার স্বামী। এরপর তাঁকে ঝাঁসি স্টেশনে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু পর্যাপ্ত সময় ছিল না। ঠিক তখনই এক মাসের ছুটি নিয়ে বাড়ি যাওয়ার জন্য স্টেশনে থাকা ঝাঁসি মিলিটারি হাসপাতালের চিকিৎসক মেজর রোহিত বাচওয়ালা সাহায্যের জন্য এগিয়ে আসেন।

স্টেশন কর্মীদের সহযোগিতায় একটি পকেট ছুরি, চুলের ক্লিপ এবং একটি ধুতিকে সার্জিক্যাল টুল হিসেবে ব্যবহার করে সফলভাবে ওই মহিলার প্রসব করান মেজর রোহিত। নবজাতক এবং মা উভয়েই সুস্থ আছেন এবং পরবর্তীতে তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রেল কর্তৃপক্ষ এবং মহিলার স্বামী চিকিৎসক রোহিত ও রেলের কর্মীদের তাঁদের তাৎক্ষণিক সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *