প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরা, গৃহবধূকে মারধর করে জোরপূর্বক বিয়ে

প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরা, গৃহবধূকে মারধর করে জোরপূর্বক বিয়ে

বিহারের সহরসায় এক বিবাহিত মহিলা ও তাঁর প্রেমিকের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। বৈজনাথপুর থানা এলাকার গ্রামবাসীরা এক মহিলাকে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। এরপর যুবককে দড়ি দিয়ে বেঁধে মারধর করার পর মহিলার সিঁদুর মুছে দিয়ে তাঁর সঙ্গে ওই যুবকের বিয়ে দিয়ে দেয় গ্রামবাসীরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত মহিলা আরতি কুমারী (৩০) ১০ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাঁর দুটি সন্তান রয়েছে। পারিবারিক বিবাদের জেরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর তিনি খাবার আনার জন্য প্রেমিক বাবুল মুখার্জিকে বাড়িতে ডেকেছিলেন। সেখানেই গ্রামবাসীদের হাতে তাঁরা ধরা পড়েন। এই ঘটনার পর আরতির সদর হাসপাতালে চিকিৎসা চলছে, যদিও যুবকটি পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, উভয়ই প্রাপ্তবয়স্ক এবং এই বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *