সোমবার কি রাজ্যের স্কুল-কলেজ বন্ধ? কাজ হবে না কোন কোন দফতরে জানুন

মহরম উপলক্ষে আগামী ৭ জুলাই, সোমবার রাজ্যজুড়ে স্কুল-কলেজ ও অন্যান্য সরকারি দফতর বন্ধ থাকবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারত সরকারের ক্যালেন্ডার অনুযায়ী, মহরমের সম্ভাব্য তারিখ ৬ জুলাই (রবিবার) নির্ধারিত হয়েছে, যা সাপ্তাহিক ছুটির দিন। ফলে ওই দিন বাড়তি কোনো ছুটি থাকছে না। যদিও অনেকেই ৭ জুলাই ছুটির প্রত্যাশা করছেন, তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি। সিবিএসই-ও ৬ জুলাই মহরম ধরে নিয়েছে, তাই স্কুল-কলেজে আলাদা করে ছুটি থাকার সম্ভাবনা কম।
শেয়ার বাজার ও ব্যাঙ্কিং পরিষেবা
৭ জুলাই যেহেতু কেন্দ্রীয়ভাবে কোনো ছুটি নেই, তাই শেয়ার বাজারে স্বাভাবিক লেনদেন চলবে। তবে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানার মতো কিছু রাজ্যে রাজ্যস্তরে ৭ জুলাই মহরম পালিত হলে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ব্যাঙ্ক ও সরকারি অফিসে ছুটি ঘোষণা হতে পারে। যদিও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। জুলাই মাসে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য আঞ্চলিক উৎসবের জন্য বেশ কিছু দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তবে তা মহরমের ছুটির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।