বিপজ্জনক পথে স্কুলে যায় শিশুরা, ভাইরাল ভিডিওতে শিউরে উঠল নেটপাড়া
July 6, 20252:42 pm

শিক্ষার অধিকার সবার জন্য হলেও ভারতের বহু অঞ্চলে তা আজও অত্যন্ত কঠিন ও বিপদসঙ্কুল। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা শিক্ষার জন্য শিশুদের অদম্য সংগ্রামকে তুলে ধরেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা দড়ি ধরে খরস্রোতা নদী পার হচ্ছে অথবা কাদাজল ভেঙে স্কুলে যাচ্ছে। এই দৃশ্য এতটাই ভয়াবহ যে তা দেখে যে কারও গা শিউরে উঠবে।
প্রতিদিন সকালে শুধু বইখাতা নয়, সাহস আর দৃঢ় সংকল্প নিয়ে তাদের বাড়ি থেকে বের হতে হয়। স্কুল তাদের গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে এবং মাঝে পড়ে খরস্রোতা নদী। সেতু বা বিকল্প ব্যবস্থা না থাকায় তাদের এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তীব্র সমালোচনা করে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।