আন্তর্জাতিক মহলের চাপে ভূতের মুখে রামনাম! হাফিজ-মাসুদকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাকিস্তান

চরম চাপের মুখে নতি স্বীকার করে অবশেষে হাফিজ সইদ ও মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি হয়েছে পাকিস্তান। খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এই কথা জানিয়েছেন। তার এই বক্তব্যে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সন্ত্রাসবাদে মদত দেওয়া এবং জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে এলেও, এবার পাকিস্তানের সুর নরম হয়েছে।
পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মুখোশ উন্মোচন করায় বিশ্ব দরবারে কোণঠাসা হয়ে পড়েছিল ইসলামাবাদ। বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, ঘোষিত জঙ্গি সহ কোনো বিশেষ ব্যক্তিকে প্রত্যর্পণে ইসলামাবাদের কোনো আপত্তি নেই, যদি ভারত সহযোগিতা করে। তার দাবি, বিশ্বাস ফেরানোর জন্যই এই পদক্ষেপ। ভারত সহযোগিতা করলে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার বা লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদকে প্রত্যর্পণে কোনো সমস্যা হবে না।