মালদায় বাবার হাতে খুন মদ্যপ ছেলে, জনরোষে ফাঁস মায়ের চাল
July 6, 20252:45 pm

মালদহের গাজোল থানার সলাইডাঙ্গা অঞ্চলের ইদাম গ্রামে মদ্যপ ছেলের হাতে খুন হলেন বাবা। গণেশ সরকার (৫৬) নামে ওই ব্যক্তিকে দরজার খিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে তাঁর ছেলে অজয় সরকার (৩৪)। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত অজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, অজয় মদের নেশায় আসক্ত ছিলেন এবং প্রায়শই বাড়িতে অশান্তি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার সঙ্গে বচসার সময় অজয় তাঁকে আঘাত করেন। এরপর ছেলেকে বাঁচাতে মা দুর্ঘটনার গল্প ফাঁদেন এবং দ্রুত দেহ সৎকার করার চেষ্টা করেন। তবে গ্রামবাসীদের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।