একের পর এক ক্যাবচালককে হত্যা, দীর্ঘ ২৪ বছর পর ধরা পড়ল সিরিয়াল কিলার

নয়া দিল্লি: চার ক্যাবচালককে নৃশংসভাবে হত্যা করে মৃতদেহ উত্তরাখণ্ডের গভীর খাদে ফেলে দেওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত অজয় লাম্বা। গত ২৪ বছর ধরে পলাতক ছিল সে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে ইন্ডিয়া গেট এলাকা থেকে ধরা পড়ে লাম্বা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ক্যাব ভাড়া করে চালকদের উত্তরাখণ্ডে নিয়ে যেত, সেখানে তাদের মাদক খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করত। এরপর গাড়িগুলো নেপালে চড়া দামে বিক্রি করে দিত।
পুলিশি তদন্তে আরও জানা যায়, এই চক্রটি আলমোড়া, হলদোয়ানি এবং উধম সিং নগরের মতো এলাকায় মৃতদেহ ফেলে দিত। চারজনের হত্যার কথা নিশ্চিত হলেও, পুলিশ কেবল একজনের দেহ উদ্ধার করতে পেরেছে। অজয় লাম্বা প্রায় দশ বছর নেপালে আত্মগোপন করে ছিল এবং সেখানে বিয়েও করে। এর আগে সে ওড়িশায় মাদক পাচার ও ডাকাতির মামলায় জেল খেটেছে। এই গ্যাংয়ের অন্য দুই সদস্য ধীরেন্দ্র ও দিলীপ পান্ডে আগেই ধরা পড়েছে, তবে ধীরজ নামে আরও একজন এখনও পলাতক।