পিসেমশাইয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক! ৪৫ দিনের মাথায় স্বামীর সঙ্গে যা করল কল্পনাও করতে পারবেন না!

বিহারের ঔরঙ্গাবাদে ৪২ দিন আগে বিয়ে হওয়া এক যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, স্ত্রী তার পিসেমশাইয়ের সাথে পরিকল্পনা করে স্বামীকে খুন করিয়েছে। গত ২৪ জুন প্রিয়াংশু কুমার সিং নামে ওই যুবক খুন হন। বারাণসী থেকে ফেরার পথে তাকে খুন করে ফেলে রেখে যায় দুই ব্যক্তি। নিখোঁজ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে পুলিশ প্রিয়াংশুর মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক ভাবে এটিকে চুক্তিভিত্তিক খুন বলে সন্দেহ করে।
তদন্তে সামনে আসে, নিহতের স্ত্রী গুঞ্জার সাথে তার পিসেমশাই জীবনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ের পরেও সেই সম্পর্ক চলতে থাকায়, স্বামীকে পথের কাঁটা মনে করে গুঞ্জা পিসেমশাইয়ের সাথে মিলে খুনের ছক কষে। পিসেমশাই ঝাড়খণ্ড থেকে দুই সুপারি কিলার ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটায়। গত ২ জুলাই গুঞ্জাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুপারি কিলার এবং পিসেমশাইকেও গ্রেফতার করেছে পুলিশ।