কসবার পর কাকদ্বীপ কলেজ! শিক্ষাগত প্রতিষ্ঠানে নেতা নিয়োগ নিয়ে কল্যাণের বিস্ফোরক মন্তব্য

কসবার পর কাকদ্বীপ কলেজ! শিক্ষাগত প্রতিষ্ঠানে নেতা নিয়োগ নিয়ে কল্যাণের বিস্ফোরক মন্তব্য

কসবার পর কাকদ্বীপ কলেজে অস্থায়ী কর্মী নিয়োগের ঘটনা ঘিরে আবারও বিতর্কের সৃষ্টি হয়েছে। কাকদ্বীপ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সাতজন নেতা-কর্মীর অস্থায়ী নিযুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি তাঁর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘নেতাগিরিও করবেন আবার চাকরিও করবেন? এটা আমি মেনে নিতে পারছি না। যদি কাউকে চাকরি দিতেই হয়, কর্মীদের দিন, নেতাদের নয়।’ তাঁর এই মন্তব্য দলের অস্বস্তি আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এটা কোনও নতুন ব্যাপার নয়, সিপিএম জমানাতেও হয়েছিল, তৃণমূল আসার পরও হয়েছে। তবে নেতাদের কাজ দেওয়ার বিষয়টা এবারই জানলাম!’ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এটি তাঁর ব্যক্তিগত মতামত, যাতে দল থেকে কোনও বিরূপ মন্তব্য না আসে। কাকদ্বীপ কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান এবং কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা জানিয়েছেন, ন্যাক মূল্যায়নের সময় প্রয়োজনে এবং গভর্নিং বডির সিদ্ধান্তে পরীক্ষা ছাড়াই তাদের নিয়োগ করা হয়েছে। তার দাবি, নিয়োগপ্রাপ্তরা সকলেই আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান। যদিও কলেজ অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, তাঁর যোগদানের আগেই এই নিয়োগ সম্পন্ন হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *