ভূমিকম্পে কাঁপছে জাপান, সত্যি হচ্ছে কি ভবিষ্যদ্বাণী

জাপানে ঘন ঘন ভূমিকম্পের ঘটনায় দেশটির ভবিষ্যৎবক্তা রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শনিবার আকুসেকি দ্বীপসহ টোকারা দ্বীপপুঞ্জ ও সংলগ্ন অঞ্চলে দফায় দফায় প্রায় এক হাজার বার কম্পন অনুভূত হয়েছে। এর জেরে আকুসেকি দ্বীপের ৮৯ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তাতসুকির ২০২১ সালে প্রকাশিত ‘দ্য ফিউচার আই স’ বইয়ে ২০২৫ সালের ৫ জুলাই জাপানে এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আশঙ্কার কথা বলা হয়েছিল। যদিও জাপান সরকার এমন কোনো সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিল এবং নানকাই ভূতাত্ত্বিক খাত বরাবর ‘মহাভূমিকম্পে’র আশঙ্কা প্রকাশ করেছিল।
ভূমিকম্পের পাশাপাশি গত ২ জুন তাতসুকি উল্লিখিত মাউন্ট শিনমোয়েডায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়, যার ফলে বিস্তীর্ণ এলাকা ছাই ও ধুলোয় ঢেকে যায়। এর ঠিক একদিন আগেই টোকারা দ্বীপপুঞ্জে ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ স্থানীয়দের মধ্যে তাতসুকির ভবিষ্যদ্বাণী সত্য হওয়ার বিশ্বাসকে আরও দৃঢ় করছে।