স্ত্রীকে নৃশংসভাবে খুন, ছেলেকে নিয়ে পালাল স্বামী!

জলহাটির আজাদিনগরে রক্তাক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২৬ বছরের প্রিয়াঙ্কা সাহাকে নির্মমভাবে খুনের অভিযোগ উঠেছে তার স্বামী, ৪৬ বছরের শ্রীকান্ত সাহার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীকান্ত তার স্ত্রীর হাতের শিরা কেটে এবং গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছেন। এরপর তাদের ৯ বছরের ছেলেকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছেন। ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রিয়াঙ্কার ভাই জানিয়েছেন, বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে অশান্তি লেগে থাকত, এমনকি মারধরের ঘটনাও ঘটেছে। একাধিকবার প্রিয়াঙ্কাকে বাবার বাড়ি ফিরিয়ে আনা হলেও শ্বশুরের কথায় তিনি আবার ফিরে যান, যা শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতির দিকে নিয়ে যায়।
পেশায় গাড়িচালক শ্রীকান্ত দুই বছর আগে ধারদেনা করে এই বাড়ি কিনেছিলেন। কিন্তু নতুন ঠিকানাতেও দাম্পত্য কলহ থামেনি। শেষরাতে স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়ে পালিয়ে যান তিনি। পুলিশ বাড়িটি সিল করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রিয়াঙ্কার পরিবার ছোট ছেলেটির ফিরে আসার আবেদন জানিয়েছে। এই ঘটনা দাম্পত্য অশান্তির ভয়াবহ পরিণতি আবারও সামনে এনেছে, এলাকায় শোকের ছায়া ফেলে প্রশাসনের তৎপরতার দিকে তাকিয়ে রয়েছে সবাই।