মুম্বইয়ে হিন্দি বাধ্যতামূলক করার বিরুদ্ধে বড় প্রতিবাদ, সমর্থন জানাবে ঠাকরে গোষ্ঠী

মহারাষ্ট্র সরকারের ত্রিভাষা নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ তীব্র হচ্ছে। আগামী ৭ জুলাই মুম্বইয়ের আজাদ ময়দানে “শালের শিক্ষা অভ্যাস সমিতি”-র নেতৃত্বে একটি বিশাল আন্দোলন হতে চলেছে। এই আন্দোলনে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) এবং উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)-ও সমর্থন জানাতে পারে। সরকারের এই পদক্ষেপকে মারাঠি পরিচয় এবং মাতৃভাষা রক্ষার সাথে যুক্ত করে দেখা হচ্ছে।
সরকার কর্তৃক ত্রিভাষা ফর্মুলা বাস্তবায়নের জন্য গঠিত অধ্যাপক নরেন্দ্র যাদব কমিটি নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। কমিটির সদস্য ও শিক্ষাবিদ দীপক পাওয়ার জানিয়েছেন, ৭ জুলাই সকাল থেকে রাজ্যজুড়ে মানুষ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজাদ ময়দানে জড়ো হবেন। শালের শিক্ষা অভ্যাস সমিতি সরকারের কাছে ১২ দফা দাবি পেশ করেছে, যার মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তৃতীয় ভাষা প্রয়োগের পরিকল্পনা বাতিল করা এবং হিন্দি ভাষা যোগ্যতা পরীক্ষা বন্ধ করার মতো বিষয়গুলি উল্লেখযোগ্য।