ভোটার তালিকা বিতর্ক সুপ্রিম কোর্টে, ৯ জুলাই বনধের ডাক

ভোটার তালিকা বিতর্ক সুপ্রিম কোর্টে, ৯ জুলাই বনধের ডাক

বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান (SIR) শুরু করেছে নির্বাচন কমিশন, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি, বিশেষ করে কংগ্রেস ও আরজেডি, এটিকে প্রায় দুই কোটি পিছিয়ে পড়া ও বঞ্চিত ভোটারদের নাম বাদ দেওয়ার “নির্বাচনী ষড়যন্ত্র” বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েছে। এই বিতর্কের জেরে আগামী ৯ জুলাই বিহার বনধের ডাক দিয়েছে মহাগঠবন্ধন, পাশাপাশি নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওয়ের হুমকিও দেওয়া হয়েছে।1

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন অবশ্য ভোটারদের স্বস্তি দিতে নমনীয় হয়েছে। রবিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় নথি ছাড়াই ভোটাররা তাদের নাম যাচাই করতে পারবেন। যদি কোনো ভোটার নথি সরবরাহ করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে নির্বাচন নিবন্ধন কর্মকর্তা (ERO) স্থানীয় তদন্ত বা বিকল্প প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন। কমিশন জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য হলো কোনো যোগ্য ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন, এবং নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন করতে ৭৮ হাজারেরও বেশি বিএলও এবং লক্ষাধিক স্বেচ্ছাসেবী কাজ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *