পহেলগাঁও হামলা নিয়ে ভারতকে নিশানা পাক প্রধানমন্ত্রীর, বললেন আঞ্চলিক শান্তি বিঘ্নিত
July 7, 20257:12 am

বাকু (আজারবাইজান): পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক শান্তি বিঘ্নিত করার জন্য ভারতকে নিশানা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজারবাইজানে ইকনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তার অভিযোগ, পহেলগাঁওয়ের দুর্ভাগ্যজনক ঘটনাকে ইস্যু করে ভারত বিনা প্ররোচনায় পাকিস্তানে হামলা চালিয়েছে, যার ফলে সাধারণ মানুষও রেহাই পায়নি।
শাহবাজ শরিফ তার বক্তব্যে গাজা, ইরান এবং কাশ্মীরের প্রসঙ্গ উল্লেখ করে বিশ্বের যে কোনো প্রান্তে নিরীহ মানুষের উপর হামলা ও অত্যাচারের তীব্র নিন্দা জানান। ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা ইসলামাবাদ এবার পহেলগাঁও হামলার বিষয়ে ভারতকে দায়ী করে নিজেদের আড়াল করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।