পড়ুয়াকে চড় মারার অভিযোগে স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক মার অভিভাবকদের, দেখুন সেই ভিডিও

বিহারের গয়াতে এক শিক্ষককে পড়ুয়াকে চড় মারার অভিযোগে বেধড়ক মারধর করলেন অভিভাবকেরা। পঞ্চম শ্রেণির দুই ছাত্রের ঝগড়ার মীমাংসা করতে গিয়ে তাদের চড় মারেন শিক্ষক রাকেশ রঞ্জন শ্রীবাস্তব। এরপর এক ছাত্র বাড়ি গিয়ে পরিবারকে জানালে তার বাবা-মা স্কুলে ঢুকে ওই শিক্ষককে চড়, ঘুষি ও লাঠি দিয়ে মারতে শুরু করেন। যারা বাঁচাতে এগিয়ে এসেছিলেন, তাদেরও রেহাই দেননি উত্তেজিত অভিভাবকেরা। এই ঘটনায় স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক শিক্ষার্থী ভয়ে ক্লাসরুম ছেড়ে পালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত শিক্ষক রাকেশ শ্রীবাস্তবকে হাসপাতালে ভর্তি করে। তার হাত ও কোমরে গুরুতর চোট লেগেছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুলের প্রধান শিক্ষক এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, এটি শুধু একজন শিক্ষকের ওপর নয়, বরং সমগ্র শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত।