অবশেষে ধরা পড়ল ক্যাব চালকদের আতঙ্ক ‘সিরিয়াল কিলার’ অজয়
July 7, 20257:47 am

নয়াদিল্লি: দিল্লি ও উত্তরাখণ্ডে একের পর এক ক্যাব চালককে খুন করে গাড়ি পাচারের ঘটনায় জড়িত সন্দেহে অজয় লাম্বা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, গাড়ি পাচার এবং ডাকাতির অভিযোগ রয়েছে। পুলিশের অনুমান, অজয় একটি কুখ্যাত চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে ঠান্ডা মাথায় ক্যাব চালকদের টার্গেট করে আসছিল।
জানা গেছে, অজয় ও তার সঙ্গীরা যাত্রী সেজে গাড়িতে উঠত এবং নির্জন রাস্তায় চালকদের শ্বাসরোধ করে খুন করত। এরপর দেহ পাহাড়ের খাদে ফেলে দিয়ে গাড়ি নেপালে পাচার করা হতো। এখন পর্যন্ত একজন ক্যাব চালকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শুধু ক্যাব চালক খুনই নয়, অজয়ের বিরুদ্ধে দিল্লি এবং ওড়িশার বিভিন্ন স্থানে ডাকাতির অভিযোগও রয়েছে।