ট্রেনে একা পেয়েই ঘিরে ধরে পালা করে ‘গণধর্ষণ’, লালসা মিটিয়ে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলার অভিযোগ

চণ্ডীগড়: চলন্ত ট্রেনে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার জলপথে। অভিযোগ, ধর্ষণের পর অভিযুক্তরা ওই তরুণীকে ট্রেন থেকে বাইরে ছুড়ে ফেলে দেয়। এর ফলে পাশের ট্র্যাকে পড়ে গিয়ে তিনি আরেকটি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন এবং তার একটি পা বাদ যায়। বর্তমানে ৩৫ বছর বয়সী ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন ওই তরুণী নিখোঁজ হন এবং ২৬ জুন তাঁর স্বামী নিখোঁজ ডায়েরি করেন। ২৫ জুন রাতে সোনিপত জিআরপি তাঁকে রেললাইন থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে রোহতকের পিজিআইএমএস-এ স্থানান্তরিত হওয়ার পর তিনি এক মহিলা চিকিৎসককে গণধর্ষণের বিষয়টি জানান। তাঁর বয়ানের ভিত্তিতে একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে এবং জলপথ জিআরপি-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।