কুকুরছানারা সারা রাত ঘেউ ঘেউ করে, বিরক্ত হয়ে ৫ শাবককে পিটিয়ে মারল ব্যক্তি
July 7, 20258:58 am

মধ্যপ্রদেশের জবলপুরে কুকুরের ঘেউ ঘেউ করা নিয়ে বিতণ্ডার জেরে পাঁচ শাবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রাজেশ দাহিয়া নামে ওই ব্যক্তিকে গত বুধবার মহারাজপুর এলাকায় ছোট কুকুরদের হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, গত ৩০ জুন রাতে একটি স্কুলের কাছে লাঠি দিয়ে পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মেরে ফেলেন তিনি। এই ঘটনার একটি ভিডিও পশু কর্মীরা পুলিশের সঙ্গে ভাগ করে নেওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
ধৃত রাজেশ দাহিয়া পুলিশকে জানিয়েছেন, কুকুরছানাগুলো সারারাত ধরে ঘেউ ঘেউ করত, যার জেরে এলাকার সবাই বিরক্ত ছিল। মৃত কুকুরছানাদের মধ্যে একটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।