ভূট্টোর মন্তব্যে পাকিস্তানে বিতর্ক, ক্ষুব্ধ জঙ্গি নেতা হাফিজ সাঈদের ছেলে

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভূট্টো সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সাঈদকে ভারতের হাতে প্রত্যর্পণের প্রস্তাব দেওয়ায় নিজ দেশেই তীব্র সমালোচিত হচ্ছেন।1 তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন হাফিজ সাঈদের ছেলে তালহা সাঈদ। তিনি ভূট্টোর প্রস্তাবকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে বলেছেন, পাকিস্তানি নাগরিকদের প্রত্যর্পণের পরিবর্তে সরকারের উচিত ভারতীয় নেতাদের প্রত্যর্পণ দাবি করা। তালহা ভূট্টো পরিবারের অতীত নিয়েও প্রশ্ন তুলেছেন, যেখানে তারা পশ্চিমী ও ভারতীয় ধারণার ভার বহন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
ভূট্টো শুক্রবারের ওই সাক্ষাৎকারে বলেছিলেন, পাকিস্তান হাফিজ সাঈদ ও মাসুদ আজহারের মতো সন্ত্রাসীদের ভারতকে ‘আস্থা তৈরির পদক্ষেপ’ হিসেবে হস্তান্তর করতে রাজি, যদি নয়াদিল্লি এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে ইচ্ছুক হয়।2 তালহা সাঈদ রবিবার একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, ভূট্টোর এই মন্তব্য পাকিস্তানকে বিশ্বজুড়ে লজ্জিত করেছে। তিনি বলেন, ‘বিনাওয়াল ভূট্টোর নিজের পিতাকে ভারতের মতো শত্রু দেশের হাতে তুলে দেওয়ার প্রস্তাব অগ্রহণযোগ্য, এবং আমরা এর বিরোধিতা করব।’