বিষ খাইয়ে কুকুর হত্যা, নিউটাউনে স্মরণসভা ও প্রতিবাদ টলি তারকাদের
July 7, 202510:30 am

কলকাতার নিউটাউনে খাবারে বিষ মিশিয়ে চারটি পথকুকুরকে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৯ মে রাতেরবেলা নিউটাউনের একটি আবাসনের সামনে এই ঘটনা ঘটে। মৃত কুকুরগুলির নাম ছিল ছুটকি, সাহেব, নন্টে এবং বাবলি। এই ঘটনার প্রতিবাদে টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বিষ প্রয়োগকারী এখনও অধরা। পশুপ্রেমীদের অভিযোগ, আবাসনেরই কিছু বাসিন্দা কুকুরদের খাওয়ানো নিয়ে আপত্তি করতেন, যার ফলে সন্দেহের তির তাদের দিকেই।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ওই আবাসনের সামনে একটি স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্ত, অভিনেতা তথাগত বন্দ্যোপাধ্যায় সহ বহু পশুপ্রেমী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।