কসবা ধর্ষণ রহস্যে নতুন মোড়, অপরাধের সময়ে কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? 

কসবা ধর্ষণ রহস্যে নতুন মোড়, অপরাধের সময়ে কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? 

কসবা ধর্ষণকাণ্ডে এবার কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনার দিন, অর্থাৎ ২৫ জুন উপাধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেন কি না, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। কলেজের রেজিস্টার অনুযায়ী, সেদিন সকাল ৯টা ৫০ মিনিটে তিনি কলেজে প্রবেশ করেন এবং একই সময়ে অর্থাৎ ৯টা ৫০ মিনিটেই প্রস্থান করেন বলে উল্লেখ রয়েছে। রেজিস্টারে ‘AM’ বা ‘PM’ উল্লেখ না থাকায়, এই সময় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

যদি দ্বিতীয় ৯টা ৫০ রাতের হয়, তবে ধর্ষণের সময় উপাধ্যক্ষের কলেজেই থাকার কথা। নির্যাতিতার বয়ান অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত তাঁর উপর নির্যাতন চালানো হয়। এর আগে উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ঘটনার দিন তিনি সন্ধ্যা ৫টা পর্যন্ত মিটিংয়ে ছিলেন। এরপর তিনি কখন কলেজ থেকে বেরিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পরদিন, ২৬ জুন রেজিস্টারে সময় পরিবর্তন নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *