ডিমার্টে অন্তর্বাসে এলাচ চুরি যুবকের, ডিপার্টমেন্টাল স্টোরে যুবকের কুকীর্তি নিয়ে হুলস্থূল
July 7, 202511:46 am

হায়দরাবাদের সনতনগরে একটি ডিমার্টে এলাচ চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এক যুবকের কাণ্ড। জানা গেছে, ওই যুবক প্রথমে ঝুড়িতে এলাচের প্যাকেট রেখে লিফটে ওঠেন। লিফটের ভেতরে তিনি সেই প্যাকেট অন্তর্বাসে লুকিয়ে ফেলার চেষ্টা করেন, যা সিসিটিভিতে স্পষ্ট ধরা পড়ে।
পরবর্তীতে ওই যুবক একই কায়দায় আরও দুই প্যাকেট এলাচ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। ডিমার্ট কর্মীরা তাকে ধরে পুলিশে খবর দেন। এই ঘটনা দোকানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এবং ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে কঠোর নজরদারির প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।