দিলীপ ঘোষের দলবদল জল্পনা! ২১ জুলাইয়ের আগে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর
July 7, 202512:21 pm

শনিবার খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য, “২১ জুলাই নতুন চমক থাকবে, গোটা পশ্চিমবঙ্গ দেখবে!”— এই কথা বলার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে অনেকেই অনুমান করছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। এই জল্পনা বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, “এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। উনি মিডিয়ায় আসার জন্য এসব কথা বলেছেন। সব সাজানো। দলকে হয়তো পাশে পাচ্ছেন না। মানুষও পাশে নেই। তাই এইসব চমক দেখাচ্ছেন।” ২১ জুলাইয়ের আগে এই ধরনের মন্তব্য এবং পাল্টা মন্তব্যে রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।