কসবা কাণ্ডে নড়েচড়ে বসলেন রাজ্যপাল! দিলেন কড়া বার্তা, তোলপাড় শিক্ষামহল
July 7, 202512:26 pm

কসবা ল কলেজের পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নীরবতা ভেঙে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আইন সকলের ঊর্ধ্বে।” কসবার আইন কলেজের ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যপালের এই মন্তব্যে রাজ্যজুড়ে শিক্ষামহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।
রাজ্যপাল আরও নির্দেশ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিটি কলেজ যেন নিয়ম মেনে পরিচালিত হয়। তিনি জোর দিয়ে বলেছেন, “কোনো রকম ভয় ও পক্ষপাতিত্বের গুরুত্ব না-থাকে, তা নিশ্চিত করতে হবে।” রাজ্যপালের এই কঠোর বার্তা কসবা কাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।