দিল্লিতে প্রিয় বিয়ার উধাও, আকাল মেটাতে ভরসা ভিনদেশি ব্র্যান্ড
July 7, 20251:08 pm

দিল্লিতে তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে এবার মনপছন্দ বিয়ার পাচ্ছেন না সুরাপ্রেমীরা। শহরের বিভিন্ন মদের দোকানে কিংফিশার, বাডওয়াইজার, টিউবর্গ, হেওয়ার্ডস, কার্লসবার্গ, হান্টারের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো অমিল। ফলে বাধ্য হয়ে ক্রেতারা এমন বিয়ার কিনছেন, যার নাম আগে কখনও শোনেননি। অনেকে আবার প্রিয় ব্র্যান্ডের খোঁজে নয়ডা, গুরুগ্রাম বা ফরিদাবাদের মতো পার্শ্ববর্তী শহরে ছুটছেন।
দোকানদাররা জানাচ্ছেন, সরকারি সংস্থাগুলিই মদের দোকানে ব্র্যান্ড সরবরাহ করে। ভুটান ও নেপাল থেকে আমদানি করা বিয়ারের ওপর শুল্ক অনেক কম এবং এতে লাভের পরিমাণও বেশি। এ কারণেই বাজারে এই বিদেশি ব্র্যান্ডগুলোর সরবরাহ বাড়ছে। এর ফলে দেশি ও অন্যান্য বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের বিয়ারের আকাল দেখা দিয়েছে।