চিনের রাফাল বিরোধী অপপ্রচার ফাঁস, চাঞ্চল্য আন্তর্জাতিক মহলে

আন্তর্জাতিক অস্ত্র বাজারে নিজেদের প্রভাব বাড়াতে চিন রাফাল যুদ্ধবিমান নিয়ে অপপ্রচারে নেমেছে বলে ফরাসি গোয়েন্দা সংস্থা জানিয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, বেজিং ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ টেনে দাবি করছে যে, ভারতীয় রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের চিনা জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের সঙ্গে পেরে ওঠেনি। এই মিথ্যা তথ্য ছড়িয়ে চিন বিভিন্ন দেশকে তাদের তৈরি যুদ্ধবিমান কেনার জন্য উৎসাহিত করছে। এমনকি, রাফাল বিক্রি নিয়ে যে দেশগুলির সঙ্গে ফ্রান্সের আলোচনা চলছে, তাদের কাছেও রাফাল না কেনার জন্য চাপ সৃষ্টি করছে চিন। ফরাসি গোয়েন্দাদের দাবি, ভাঙা যুদ্ধবিমানের ভুয়ো ছবি ও ভিডিও ব্যবহার করে রাফালের ব্যর্থতা প্রমাণের চেষ্টা চালানো হচ্ছে।
যদিও রাফাল প্রস্তুতকারক সংস্থা দাসল্ট এভিয়েশন পাকিস্তানের রাফাল ভূপাতিত করার দাবি উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি এবং পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানও পাকিস্তানের রাফাল ভূপাতিত করার দাবিকে ‘একেবারে ভুল’ বলে আখ্যা দিয়েছেন। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রকও রাফালকে একটি অত্যন্ত সক্ষম এবং কার্যকর যুদ্ধবিমান হিসেবে নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত-পাকিস্তান সংঘাতের সময় থেকেই হাজারেরও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে চিনা প্রযুক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।