ধোনিকে নিয়ে উচ্ছ্বাস, জন্মদিনে রাঁচিতে ৭ জনের সঙ্গে কেক কাটলেন মাহি
July 7, 20251:49 pm

ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির ৪৪তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে চলছে উদযাপন। তবে নিজের শহরে রাঁচিতে অত্যন্ত অনাড়ম্বরভাবে জন্মদিন পালন করলেন মাহি। ৭ জুলাই, ১৯৮১ সালে জন্মগ্রহণ করা ধোনি তাঁর ৪৪তম জন্মদিনে রাঁচিতে নিজের পরিচিত ৭ জন মানুষের সঙ্গেই কেক কেটেছেন। জেএসসিএ স্টেডিয়ামে ঘরোয়া পরিবেশে এই উদযাপন সম্পন্ন হয়, যেখানে ধোনিকে ঘিরে ছিলেন তাঁর ঘনিষ্ঠ ৭ জন ব্যক্তি।
এই উদযাপনে কোনো জাঁকজমক ছিল না, বরং সাধারণ মানুষের সঙ্গেই নিজের বিশেষ দিনটি ভাগ করে নেন তিনি। ভিডিওতে দেখা গেছে, কেক কাটার পর ধোনি উপস্থিত সেই ৭ জনের মধ্যেই তা বিতরণ করেন, যাঁরা দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যুক্ত এবং তাঁর পরিচিত। ৭ সংখ্যাটির সঙ্গে ধোনির এক বিশেষ যোগসূত্র রয়েছে, যা তাঁর জন্মতারিখ, জার্সির নম্বর এবং গাড়ির নম্বর প্লেটেও প্রতিফলিত।