বিজেপি কর্মীদের মারার নিদান, উদয়ন গুহর মন্তব্যে উত্তাল রাজ্য

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ফের বিতর্কিত মন্তব্য করে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি কোচবিহারের সিতাইতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তিনি বলেন, “একটা বিধানসভায় যদি বিজেপি কর্মীরা একজনও তৃণমূল কর্মী মার খায়, তাহলে আটটা বিধানসভায় আটজন বিজেপি কর্মীকে মারা উচিত।” এই বিস্ফোরক মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর আগে এক তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় বিজেপিকে ‘খেসারত দিতে হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে গুলিবিদ্ধ হওয়ার পর এই মন্তব্যের প্রেক্ষাপট তৈরি হয়। এই ঘটনায় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও তাঁর গাড়িচালক উত্তম গুপ্তকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রীর এই বক্তব্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। বিরোধীরা তাঁর মন্তব্যকে ‘উস্কানিমূলক’ আখ্যা দিয়েছেন, যা আসন্ন ২১ জুলাইয়ের সমাবেশ এবং পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।