শোকে কাতর নোরা ফতেহি, বিমানবন্দরে চোখ মুছতে দেখা গেল অভিনেত্রীকে
July 7, 20252:02 pm

সম্প্রতি বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। কালো পোশাকে, চোখে সানগ্লাস পরে তাঁকে চোখ মুছতে দেখা যায়, যা দেখে তাঁর অনুরাগী মহলে উদ্বেগ ছড়িয়েছে। নোরার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি প্রার্থনা পোস্ট দেখা গেছে, যেখানে লেখা “প্রকৃতপক্ষে, আমরা আল্লার, আমরা তাঁর কাছেই ফিরে যাব।” এই পোস্ট দেখে অনেকেই অনুমান করছেন, অভিনেত্রী হয়তো তাঁর কোনো প্রিয়জনকে হারিয়েছেন।
বিমানবন্দরের ভেতরে প্রবেশ করার সময় নোরা নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তুলতে গেলে দেহরক্ষীরা তাঁকে থামিয়ে দেন। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর নোরার অনুরাগীরা সেলফি তোলার চেষ্টা করা ভক্তের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, একজন মানুষ যখন শোকে কাতর, তখন তাঁর ব্যক্তিগত পরিসরে এভাবে প্রবেশ করা উচিত নয়।